Coxs Bazar News Today
ঢাকারবিবার , ২৬ মে ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কক্সবাজার
  5. খেলাধুলা
  6. গ্রিস
  7. চট্টগ্রাম
  8. জলবায়ু
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্মীয়
  12. প্রবাস
  13. বিনোদন
  14. যুক্তরাষ্ট্র
  15. রাজনীতি

জোয়ারের পানিতে বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত

Zahirul Islam
মে ২৬, ২০২৪ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

জোয়ারের পানিতে বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত।ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জোয়ারে পানির চাপ বৃদ্ধি পেয়ে বরগুনার বদরখালী ইউনিয়নের কুমড়াখলী গ্রামে পাউবো’র বেড়িবাঁধ উপচে পানি ঢুকে বসতবাড়িসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমতলি উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পশর বুনিয়া গ্রামে নির্মাণাধীন বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে বসতবাড়ি প্লাবিত হয়েছে।

সরেজমিনে বরগুনার বড়ইতলা এলাকা ঘুরে দেখা যায়, নদীতে পানির উচ্চতা বেড়ে তলিয়ে গেছে ফেরির গ্যাংওয়ে। এছাড়া অনেক এলাকায় বেড়িবাঁধ ছুঁই ছুঁই হয়েছে নদীর পানি। তলিয়ে গেছে বাইরের নিম্নাঞ্চল। এখন পর্যন্ত বেড়িবাঁধের ভেতরের এলাকায় পানি প্রবেশ না করলেও জোয়ারের পানির চাপ আরো বৃদ্ধি পেলে প্লাবিত হতে পারে এসব এলাকা। এতে বেড়িবাঁধ টপকে বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন অধিকাংশ এলাকার স্থানীয় বাসিন্দারা।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিষয়টি নিশ্চিন্ত করেছেন।

আজ রবিবার জোয়ারে পানি বৃদ্ধি পেয়ে স্বাভাবিকের চেয়ে ৩৫ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বেড়িবাঁধের বাইরে অবস্থিত নিম্নাঞ্চলের বসতবাড়ি জেয়ারের পানিতে প্লাবি হচ্ছে।

cbntoday/26May/ZI/borgona

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।