জাতিসত্তা
-রফিক আনম
হলুদ ফুলের দেশে আমার মায়ের জন্মভূমি
আমি জন্মেছি সেখানে সাগরের পাশে প্যানোয়ায়।
মাথিন কূপের জলে শতোপালঙ বিরহে পুড়ে
রাংকূটে বুদ্ধের বটে অশোকের আশ্রমে প্রস্বস্তি।
আদিনাথ, জিঞ্জিরায় আরকান দস্যুর লুণ্ঠিত
মায়ের সোনার বালা ফিরিয়ে দেন সায়েস্তা খান।
ক্যাপ্টেন হিরন কক্স গড়ে নতুন কক্সবাজার;
আধুনিক বাংলাদেশে তিলোত্তমা কবিতানগর।
হলুদ ফুলের দেশে আবার ওরা এসেছে ফিরে
শরণার্থী বেশে ত্রাস; পালংবাসী সংখ্যালঘু ত্রস্নু
সোনাদিয়া, চকরিয়া রোহিঙ্গার লীলাভূম যেনো
রোহিঙ্গার অবদান, মানুষ খুন! চোরাচালান!
মেডাম কক্স পিয়ার, ফেরত চাই, কক্সের লাশ
নমো নমো জাতিসত্তা, মায়ের নিরাপদ আবাস।