ধনবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ২০২৩ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্টের (বালিকা অনূর্ধ্ব ১৭) শুভ উদ্বোধন করা হয়েছে।গতকাল বিকেলে ধনবাড়ী উপজেলার পাইস্কা উচ্চ বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন, ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, পাইস্কা উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাবুল, যদুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ফিরোজ আহম্মেদ, পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন তালুকদার, পাইস্কা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,ধনবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম রফিকুল ইসলাম খান, সহ এলাকার বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী টুর্নামেন্টে খেলায় অংশগ্রহণ করে ধনবাড়ী পৌরসভা বনাম যদুনাথপুর ইউনিয়ন ফুটবল টিম। ধনবাড়ী পৌরসভা ২-১ গোলে যদুনাথ পুর ইউনিয়ন কে পরাজিত করে জয় লাভ করে।খেলা টি পরিচালনা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি জহিরুল ইসলাম মিলন, সুজন মাহমুদ ও আল- আমিন।
উক্ত টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধনের পর ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন বলেছেন, ‘সঠিক নেতৃত্ব দিয়ে যুব সমাজকে গড়ে তুলতে হবে। খেলাধুলা ছেলে-মেয়েদের সুস্থভাবে বেড়ে উঠতে বড় ভূমিকা রাখে।খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে তৈরী করে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব। খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর, পরিশীলিত। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি ও সম্মান বাড়ানোর ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অতুলনীয়’-খেলাধুলা শুধু সুস্থতা নয়, সুখও দেয়।
সিবিএনটুডে/২০জুন/জই/ধনবাড়ী