ভোলায় ৫ হাজার ৭’শত পঞ্চাশ পিস ইয়াবা সহ আটক ১।ভোলায় দিন দিন ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে ইয়াবা কালো ব্যবসায়ী এদের কারণে দেশের হাজারও যুবক ধ্বংস হচ্ছে এবং বিশেষ করে গ্রাম অঞ্চল গুলোতে তারা বেসি ইয়াবা, মাদক, ফেনসিডিল সরবরাহ করে আসছেন।বড় বড় রাক্ষোভ বোয়াল যার ফলে এই প্রভাব শুসিল সমাজের উপর পড়ছেই না, নষ্ট হচ্ছে হাজারও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ। বিরাট ক্ষতির সম্পকিন হতে হবে আমাদের বলে মনে করেন, নগরচিন্তক। সকালে এক ভদ্রপোশাকে আসা ব্যক্তিকে সন্দেহ হলে তাকে তার ব্যাগ তল্লাশি করেন পুলিশ এবং বেড়িয়ে আসে ৫ হাজার ৭’শত পঞ্চাশ পিস ইয়াবাসহ নানা কিছু।
আজ ৭ জুন ( বুধবার ) পুলিশ সূত্র জানায, কুমিল্লা থেকে ইয়াবা পাচার কারি ভোলাতে ইয়াবা নিয়ে প্রবেশ করেন, এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে ইলিশ পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মরত ইনচার্জ গোলাম মোস্তফার, নেতৃত্বে যৌথ টিম লঞ্চ ঘাট অভিযান পরিচালনা করেন। এ সময় মজু-চৌধুরীর এলাকা থেকে যাত্রীবাহী একটি লঞ্চ ইলিশা ঘাট করেন।
লঞ্চ থেকে নামার সঙ্গে সঙ্গেই গোপন সংবাদের ভিত্তিতে লোকটিকে চিহ্নিত করতে পুলিশের যৌথ টিম সফল হন, এবং সেই ব্যক্তিকে তল্লাশি চালান। সাথে থাকা ব্যাগ তল্লাশি করে তারা পান ৫ হাজার ৭’শত পঞ্চাশ পিস ইয়াবা সহ নানান কিছু সহই আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত মাদক ব্যবসায়ী আমির সত্যা শিকার করেন, এবং বলেন, চরফ্যাশনের কোনো এক ব্যবসায়ীকে পৌঁছাতে মাদক নিয়ে ভোলাতে এসেছিলো। তার বাসা কুমিল্লা দাউদকান্দি আমিরা বাদ ১৭ নং ওয়ার্ড ইউনিয়নের মৃত মিরাজ মিয়ার ছেলে।
এব্যপারে ভোলা সদর থানার কর্মরত অফিসার ( ওসি ) শাহিন ফকির বলেন, ইতিমধ্যেই আমরা ভোলাত মাদক নির্মূল করার জন্য অর্থাৎ জিরো টলারেন্স ঘোষণা করেছি। এরই ধারাবাহিকতায় পতিনিয়ত মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের সকল অভিযান অব্যাহত রয়েছে।
তারই অংশ হিসেবে আমির হোসেন নামের মাদক ব্যবসায়ীসহ ইয়াবার বড় একটি মাদক চালান জব্দ করতে সক্ষম হয়েছি। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইন দায়েরের মামলা করার প্রস্তুতি অব্যাহত রয়েছে।
সিবিএনটুডে/৮জুন/জই/ভোলা