ভোলায় প্রতারিত হওয়া ১ লাখ টাকা উদ্ধার।
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর দিক নির্দেশনায় জনাব মোঃ জহিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ভোলার তত্বাবধানে, এস আই রিপন ও জেলা পুলিশের আইসিটি শাখার সহ যোগিতায় বিকাশের মাধ্যমে প্রতারিত হওয়া ১,০০,০০০/- টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন জেলা সবাই ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
ভুক্তভোগী মকিব উদ্দিন লিংকন এর জিডির প্রেক্ষিতে অদ্য ৩১ মে ( বুধবার ) বিকাশের মাধ্যমে প্রতারিত হওয়া মোট ১,০০,০০০/- টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করেন। অফিসার ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল শাখা ভোলা।
ভুক্তভোগী প্রতারিত হওয়া টাকা হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তিনি ভোলা জেলার পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ভোলাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিবিএনটুডে/৩১মে/জই/ভোলা