Coxs Bazar News Today
ঢাকাসোমবার , ৫ জুন ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কক্সবাজার
  5. খেলাধুলা
  6. গ্রিস
  7. চট্টগ্রাম
  8. জলবায়ু
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্মীয়
  12. প্রবাস
  13. বিনোদন
  14. যুক্তরাষ্ট্র
  15. রাজনীতি

হেফাজতের সিনিয়র নায়েবে আমির ইয়া ইয়া ইন্তেকাল করেছেন

রাসেল হোসেন, হাটহাজারী
জুন ৫, ২০২৩ ৪:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা শাহ মুহাম্মাদ ইয়া ইয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (২ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মাদরাসার মুখপাত্রখ্যাত মাসিক মুঈনুল নির্বাহী সম্পাদক মাওলানা মুনির আহমদ।তিনি জানান, শনিবার (৩ জুন) মাগরিবের নামাজের পর মাদরাসা প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এরপর মাদরাসার কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। উল্লেখ্য, মাওলানা শাহ মুহাম্মদ ইয়া ইয়া দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। গত ১৬ মে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংকক নেওয়া হয়।

সেখানে চিকিৎসা শেষে ২৫ মে তিনি দেশে ফিরেন। এরপর গত বৃহস্পতিবার তীব্র অসুস্থতা অনুভব করলে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে এইচডিইউতে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার রাজধানীর ইউনাইটেড হসপিটালে নেওয়া হয়। সেখানেই আনুমানিক রাত ১টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
২০২১ সালের ৮ সেপ্টেম্বর মাওলানা ইয়াইয়া হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে দীর্ঘদিন হেফাজতের কেন্দ্রীয় আমির শাহ আহমদ শফী হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ছিলেন।

সিবিএনটুডে/৫জুন/জই/চট্টগ্রাম

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।