ভোলায় ইনচার্জ গণদের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি A.P.A স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত।ভোলা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোলা জেলার ১০ থানার অফিসার ইনচার্জগনের সাথে ২০২৩- ২০২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করেন ( APA ) স্বাক্ষর করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, ভোলা।
১৮ জুন ( রবিবার ) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পুলিশ সুপার এপিএ লক্ষ্যমাত্রা অর্জনে উপস্থিত সকল পুলিশ অফিসারদের পেশাদারিত্বের সাথে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন বার্ষিক কর্মসম্পাদন চুক্তি।
জাতীয় শুদ্ধাচার কৌশল ইত্যাদি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম অনুষঙ্গ। সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে।
এ সময় জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) ভোলা, জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) ভোলা, জনাব প্রণয় রায়, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সহ। ভোলার সকল থানার অফিসার ইনচার্জগণ, সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সিবিএনটুডে/১৮জুন/জই/ভোলা